বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন স্বৈরাচারের দীর্ঘ জুলুম নিষ্পেষনের পরে নির্যাতিত মজলুমদের জন্য জুলাই আন্দোলন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে এসেছিলো। এই আন্দোলনের শহীদ ও আহতরা সহ এর সাথে জড়িত সবার আত্মত্যাগ ইতিহাসে অমলিন হয়ে থাকবে। ফ্যাসিস্ট বিতাড়নের এই আন্দোলন যুগে যুগে পৃথিবীব্যাপী ন্যায্য আন্দোলনের অনুপ্রেরণা যোগাবে। তিনি বলেন আমাদের সকলের উচিত জুলাই আন্দোলনের শক্তিকে ধারণ করা এবং শহীদ ও আহতদের জন্য মহান আল্লাহর দারবারে দোয়া করা।

গত মঙ্গলবার জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা জামায়াত আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সেক্রেটারি মো: জয়নাল আবেদীনের পরিচালনায় বন্দরবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম প্রমুখ।