হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে সম্পত্তি ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে দুই সংসারের সন্তানের বিরোধের কারণে ৭২ বছর বয়সী সেকান্দর মিয়ার মরদেহ দুই দিন লাশবাহী গাড়িতে পড়ে ছিল। পারিবারিক সহমত না হওয়ায় জানাযা বারবার পেছানো হয়েছিল। এতে এলাকায় মানবিক বেদনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেকান্দর মিয়ার প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে ও তিন মেয়ে, আর দ্বিতীয় স্ত্রীর ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় ৩২ বছর আগে তিনি প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দ্বিতীয় সংসার গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে সম্পত্তি বণ্টনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

মৃত্যুর পর দ্বিতীয় সংসারের সন্তানরা জানাযার সময় নির্ধারণ করলে প্রথম সংসারের সন্তানরা তা মেনে নেননি। তারা দাবি করেছেন, তালাকপ্রাপ্ত হলেও তারা বাবার সম্পত্তির বৈধ উত্তরাধিকারী। উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে জানাযা ও দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক মুফতি আল্লামা মোঃ জসিম উদ্দিন জানান, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন ব্যক্তি জীবিত অবস্থায় সম্পত্তি ভাগ-বাটোয়ারায় বেশি বা কম করতে পারেন, তবে সব সম্পত্তি এক ব্যক্তিকে দেওয়া উচিত নয়। এলাকাবাসী মন্তব্য করেছেন, সম্পত্তি বিরোধ ও ধর্মীয় জ্ঞানের অভাবের কারণে একজন বাবার মরদেহ দুই দিন পড়ে থাকা আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের দুঃখজনক প্রতিফলন।