মীরসরাই সংবাদদাতা: মীরসরাইয়ে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় জন্য হেল্প ডেস্কসহ বিভিন্ন সহায়তা কেন্দ্র নিয়ে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবেরের মিরসরাই শাখার নেতাকর্মীরা। ১০ এপ্রিল সকালে উপজেলার বিভিন্ন পরীক্ষার কেন্দ্রের সামনে এ সহায়তা কেন্দ্র দেখা যায়। এতে খুশি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। এছাড়াও সকালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় ও লতিফীয়া কামিল মাদরাসার সামনে পরীক্ষার্থীদের মাঝে পানি ও খেজুর বিতরণ করে। মানবিক এমন কার্যক্রমে ছাত্রশিবিরের নেতাকর্মীদের প্রশংসা করে তানজিরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, এখানে আসার পর ভুলক্রমে আমি পানির বোতল নিতে ভুলে গিয়েছিলাম। একটি হেল্প ডেস্ক থেকে সেটি সংগ্রহ করেছি। তারা বিভিন্নভাবে তথ্য দিয়ে আমাদের সাহায্য করছেন। অচেনা একটা জায়গায় এ ধরনের তথ্য পরীক্ষার্থীদের জন্য অবশ্যই উপকারি।এসময় শিক্ষার্থীদের সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন, মীরসরাই থানা ছাত্রশিবিরে মিডিয়াও প্রচার সম্পাদক আব্দুল্লাহ, মীরসরাই পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মো. রাহি, উপজেলা মঘাদিয়া ইউনিয়নের ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আলতাফ হোসেন, মিঠাছরা মাদ্রাসার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো ইয়াসিন আরাফাতসহ আরও অনেকে।