দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের পুরাতন কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দুই বছরের জন্য তিন সদস্য বিশিষ্ট প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তী সভায় কমিটি বিস্তৃত করা হবে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী শাহীন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এশিয়ান টিভি’র দাউদকান্দি উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বাবু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি ইসমাইল হোসেন। কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী শাহীন বলেন, “বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবকে একটি ঐক্যবদ্ধ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে আমরা একযোগে কাজ করব।”