দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে হ্যান্ড ট্রাক্টরের নিচে চাপা পড়ে ওমর (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার গৌরীপুর ইউনিয়নের দৈইয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওমর দৈইয়াপাড়া গ্রামের অটোচালক জীবন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে দৈইয়াপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে রুফিয়া মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী হ্যান্ড ট্রাক্টর শিশু ওমরকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাত বছরের এই শিশুর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গ্রাম-গঞ্জ-শহর
মর্মান্তিক!
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে হ্যান্ড ট্রাক্টরের নিচে চাপা পড়ে ওমর (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।