আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর সেকেন্দার আলী (৭৩) নামের এক বৃদ্ধের লাশ ডোবার হাটু পানি থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আদমদীঘি থানা পুলিশ বশিকোড়া আকন্দপাড়া বাড়ির পাশে ডোবার পানি থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন। মৃত সেকেন্দার আলী উপজেলার কুন্দগ্রাম ইউপির বশিকোড়া আকন্দপাড়ার মৃত বয়তুল্ল্যা ওরফে বানুর ছেলে। তার ডোবার পানিতে পড়ে মারা যাওয়াটি রহস্যজনক বলে অনেকের ধারনা।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার বশিকোড়ার আকন্দপাড়ার বৃদ্ধ সেকেন্দার আলী একজন মানসিক রোগি ছিল।