আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় চলতি রবি (বোরো) মৌসুমে ৯ হাজার ৬৯০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। লক্ষ্য অর্জনে চাষীরা ইতোমধ্যে মাঠে নেমে গেছে।
প্রতি বছর অক্টোবর মাস থেকে রবি মৌসুম শুরু হয়। এবছরও যথা নিয়মে নির্দিষ্ট সময়ে রবি মৌসুম শুরুর সাথে সাথে কৃষকরা চাষাবাদের কাজ শুরু করেছে। এখন ডিসেম্বর মাস শেষ হতে চলেছে। চাষীরা তাদের জমি আবাদে প্রয়োজনীয় বীজতলা তৈরি করে ধান ফেলানোর কাজ এগিয়ে নিয়েছে। কিছু কৃষক পাতা সেরে রোপনের কাজেও হাত দিয়েছেন। কৃষকরা ব্যক্তি উদ্যোগে চাষাবাদে মনোনিবেশ করেছেন। পাশাপাশি সরকারি ভাবে প্রদর্শনী ও প্রনোদনার আওতায় কৃষকদেরকে সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হয়েছে।