লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাট জেলার সদস্য (রুকন) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর ২০২৫ ইং তারিখ। শনিবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার উদ্যোগে আল আরাফাহ মিলনায়তনে সদস্য (রুকন) সমাবেশ অনুষ্ঠিত হয়। সদস্য (রুকন) সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরীর আমীর মাওলানা এটিএম আজম খান, কেন্দ্রীয় শূরা সদস্য রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আজিজুর রহমান স্বপন জেলা আমীর এ্যাডভোকেট মো: আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইউনিট সদস্য সাবেক জেলা আমীর এ্যাডভোকেট আব্দুল বাতেন ও সাবেক আমীর ও সহ: অধ্যাপক আতাউর রহমান প্রোগ্রাম পরিচালনা করেন, আদিতমারী-কালিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা সেক্রেটারী এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।
প্রধান অতিথি তার বক্তব্যে কুরআনের আয়াত উল্লেখ করে বলেন, আল্লাহ তায়ালা তার রজ্জুকে দৃঢ় ভাবে আকরে ধরে তার দ্বীন বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে বলেছেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি হাফেজ শাহ আলম, জেলা কর্মপরিষদের সদস্য ও পলাশী ইউনিয়নের সফল চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমি পাভেল, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসেন, জেলা কর্মপরিষদের সদস্য ও অফিস সেক্রেটারী মাওলানা মো: আফিফুল্লাহ বেলাল, জেলা কর্মপরিষদের সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: রেনায়েল আলম প্রমুখ।