সম্প্রতি বিয়ানীবাজার উপজেলার ঘুংগাদিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী আসামী ধরতে গেলে স্থানীয় লোকজন ও ২ পুলিশ সদস্যের মধ্যে সৃষ্ট ভুল বুঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে বিগত ২২ এপ্রিল দৈনিক সমকাল পত্রিকা পুলিশের উপর জামাত শিবিরের হামলা শিরোনামে যে সংবাদ প্রকাশ করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখা। গত শুক্রবার বিয়ানীবাজার উপজেলা আমীর মাওলানা ফয়জুল ইসলাম ও সেক্রেটারি কাজী আবুল কাশেম এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদদাতা তার লিখিত সংবাদের মধ্যেই দ্বিচারিতা করেছেন। সংবাদের এক অংশে বিয়ানীবাজার থানার পুলিশ কর্মকর্তার উদ্বৃতি দিয়ে বলেছেন স্থানীয় লোকজনের সাথে আসামী ধরতে যাওয়া পুলিশ সদস্যদের ভুল বুঝাবুঝি হয়েছে। আবার একই সংবাদে কোন নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই স্থানীয় জামায়াত শিবির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করেছে বলে উল্লেখ করা হয়েছে। যা সর্বৈব মিথ্যা। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোন কিছু হলেই জামায়াতের উপর দায় চাপিয়ে দেয়ার একপেশে নীতি অবলম্বন করেন কিছু সাংবাদিক। উল্লেখিত সংবাদদাতাও একই ব্যাধিতে আক্রান্ত বলে মনে হয়েছে। তারা অপতথ্যের ভিত্তিতে এরকম মনগড়া, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতার প্রতি গুরুত্বারোপ করতে সাংবাদিক ও মিডিয়া হাউজের প্রতি আহ্বান জানান। বিজ্ঞাপ্তি
গ্রাম-গঞ্জ-শহর
দৈনিক সমকালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিয়ানীবাজার জামায়াতের
দৈনিক সমকাল পত্রিকা পুলিশের উপর জামাত শিবিরের হামলা শিরোনামে যে সংবাদ প্রকাশ করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখা।