চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দর্শনায় কেরুজ চিনিকল এলাকায় বসবাসরত হরিজন সম্প্রদায়ের মাঝে তাদের বিভিন্ন পার্বণে ব্যবহারের জন্য রান্নার ডেকোরেটর সামগ্রী প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোঃ রুহুল আমিন। গত শুক্রবার বিকালে জামায়াতে ইসলামীর দর্শনা থানা শাখার উদ্যোগে দর্শনা হরিজন সম্প্রদায়ের মাঝে এই রান্নার ডেকোরেটর সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে জেলা আমীর মোঃ রুহুল আমিন তাদের সাথে দেখা করতে গেলে তারা দর্শনার ডেকোরেটর ব্যবসায়ীরা তাদের বিভিন্ন উৎসবে ডেকোরেটর সামগ্রী দিতে না চাওয়া তাদের সমস্যার কথা জানিয়ে তার সহযোগীতা চান। তিনি তাদের অসুবিধার কথা বিবেচনা করে এসব মালামাল প্রদান করেন। মালামালের মধ্যে ছিল ডেকচি, জগ, গ্লাস ও প্লেট। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, দর্শনা পৌর আমীর সাহিকুল আলম অপু, সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি শাহরিয়ার আলম দবির প্রমুখ। এ সময় হরিজন সম্প্রদায়ের ভারপ্রাপ্ত সভাপতি রং লাল ও দিলীপ কুমার হরিজন সম্প্রদায়ের পক্ষে মালামাল গ্রহণ করেন।

পরে তিনি দর্শনা পৌর জামায়াতের উদ্যোগে দর্শনার বিভিন্ন স্থানে গাছ লাগানো কর্মসূচির উদ্বোধন করেন।