খুলনা ব্যুরো : জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরই হামলা উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। নির্বাচন তফসিল ঘোষিত হয়েছে ১০ তারিখ। তার পরদিনই বাংলাদেশের একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর ওপরে প্রাণনাশের হামলা, এটা একটা পেশাদার, প্রফেশনাল খুনির কাজ। আমরা ঐক্যটা দেখাতে চাই, ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যটাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। এর মাধ্যমেই আমরা এ ধরনের জাতীয় সংকট রুখতে পারব।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর উপর সন্ত্রাসী হামলা ও গুলি বষর্ণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নগরীর খান এ সবুর রোডস্থ বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে পিকসার প্যালেস মোড় হয়ে ডাকবাংলো, চেম্বার ভবন হয়ে ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি তাকে (হাদীকে) জীবিত রাখেন, বাঁচিয়ে রাখেন, সুস্থতা দেন। তিনি এসব হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা ও কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

ধামরাই (ঢাকা)

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। গত শনিবার দুপুর ১২ দিকে ধামরাই পৌর শহরে রথখোলা এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর বর্বরোচিত গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনের নির্দেশে বিক্ষোভ মিছিল

করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রকিবুর রহমান খাঁন ফরহাদ, সানোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাউদ হোসেন প্রমুখ।

মির্জাপুর (টাঙ্গাইল)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলা প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিবাদ মিছিল হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে এই মিছিল বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাআলম, আলতাব হোসেন, আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, সাবেক ভিপি আজম মৃধা, গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান জুয়েল প্রমুখ।