কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের কাপাসিয়ায় বহুল আলোচিত শীর্ষ স্থানীয় মাদক কারবারি জুয়েলের (২৫) আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে থানা পুলিশ। প্রতিবাদী যুবক রুহুল আমিনের উপর হামলার চব্বিশ ঘণ্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রবের নেতৃত্বে অভিযান চালিয়ে আস্তানাটি ভেঙে দেয়া হয়। এসময় মাদক কারবারি হুমায়ূন কবির (২৮) কে ২০ পিস ইয়াবা বাড়িসহ আটক করেছে। সে খিরাটি গ্রামের নুরুল ইসলামের পুত্র। এতে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

জানা যায়, মাদক কারবারি জুয়েল বাহিনীর দৌড়াত্বে এলাকাবাসী অতিষ্ট ছিল। সোমবার উপজেলার সিঙ্গুয়া এলাকায় সঙ্গবদ্ধ মাদক কারবারি চক্রের বিরুদ্ধে ভিডিপি সদস্য ও নৈশপ্রহরী রুহুল আমিন প্রতিবাদ করলে তাদের হামলা ও নির্যাতনের শিকার হতে হয়।