কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়া প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। সম্প্রতি উপজেলা চত্বরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অফিসে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। শিক্ষক ও এলাকাবাসীরা এসে আগুন নেভাতে সহায়তা করেন। তাৎক্ষণিক ইউএনও জহুরুল ইসলামসহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন কম্পিউটারের আইপিএস এর ব্যাটারির স্থান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকা-ের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও সেটি বেশি নয় বলে তারা জানান। ছুটির দিন হওয়ায় শিক্ষা অফিসার কলারোয়ায় ছিলেন না।