সুন্দরবন পূর্ব বন বিভাগের অভয়ারণ্যের নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। অভিযানে পাঁচটি নৌকা এবং ব্যবহৃত বিভিন্ন প্রকার জাল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের গত ৩ ডিসেম্বর বাগেরহাট আদালতে হস্তান্তর করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায়ের নেতৃত্বে একটি দল গত ২ ডিসেম্বর সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে। শেলারচর টহল ফাঁড়ি এলাকার চানমিয়ার খাল থেকে তিনটি নৌকাসহ ছয় জেলে এবং কালামিয়ার খাল থেকে দুইটি নৌকা ও চার জেলেকে আটক করা হয়। তারা অভয়ারণ্যের নিষিদ্ধ জলসীমায় প্রবেশ করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল বলে জানানো হয়েছে।
আটক জেলেদের মধ্যে আটজনের বাড়ি খুলনার কয়রা উপজেলায়, এবং দুইজন বাগেরহাটের শরণখোলা এলাকার বাসিন্দা। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, অভয়ারণ্যের সুরক্ষা বিধি লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।