বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতারের দাবিতে নোয়াখালীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে নোয়াখালী প্রেসক্লাবের সামনে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা আইনজী ফোরামের যুগ্ম আহবায়ক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হকের সভাপতিত্বে আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী আইনজীবী সমিতির সেক্রেটারি আমির হোসাইন বুলবুল, জাতীয়তাবাদী আইনজী ফোরামের সদস্য সচিব এডভোকেট নুরুল আমিন, এডভোকেট রবিউল হাসান পলাশ, এডভোকেট খলিল, এডভোকেট মান্নান ভূঁইয়া. এডভোকেট মাজেদ। বক্তারা অবিলম্বে বিচারপতি খায়রুল হককে গ্রেফতার দাবি জানান।