কবির আহমদ, সিলেট ব্যুরো : সকালবেলা সিলেটের রাজপথে ফুল নিয়ে হাজির এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ-পিপিএম। জানালেন শুভেচ্ছা। তবে সবাইকে নয়। ট্রাফিক আইন মেনে যারা মোটরসাইকেল চালান তাদেরকে শুভেচ্ছায় সিক্ত করেছেন এই চৌকশ পুলিশ অফিসার। শুধু এসএমপি কমিশনারই নয়, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ১৭টি পয়েন্টে এ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। অভিনব এ উদ্যোগ বাস্তবায়ন হলো গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
নগরীর মেন্দিবাগ পয়েন্টে অতিরিক্ত পুলিশ কমিশনার, সোবহানিঘাট পয়েন্টে উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), নাইওরপুল পয়েন্টে উপ পুলিশ কমিশনার (সিটিএসবি), বন্দরবাজার পয়েন্টে উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন), চৌহাট্টা পয়েন্টে উপ পুলিশ কমিশনার (ট্রাফিক), শিবগঞ্জ পয়েন্টে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), নয়াসড়ক পয়েন্টে উপ-পুলিশ কমিশনার (উত্তর), টিলাগড় পয়েন্টে উপ পুলিশ কমিশনার (পিওএম), লামাবাজার পয়েন্টে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), সুবিদবাজার পয়েন্টে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর প্রশাসন), মদিনা মার্কেট পয়েন্টে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর অপরাধ), মেজরটিলা পয়েন্টে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ প্রশাসন), রিকাবিবাজার পয়েন্টে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ অপরাধ), আম্বরখানা পয়েন্টে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক), মুক্তিযোদ্ধা চত্বরে সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ), জিন্দাবাজার পয়েন্টে সহকারী পুলিশ কমিশনার (উত্তর) ও হুমায়ুন রশিদ চত্বরে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) ও স্টাফ অফিসাররা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে সকাল ১১টা থেকে শুরু হয় এ কার্যক্রম। ফুল হাতে নিয়ে সিলেট মহানগর পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ-পিপিএম উপস্থিত হন এই চত্বরে। চতুর্মুখী এ রাস্তায় তার সাথে দাঁড়ালেন এসএমপির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এসময় তারা ট্রাফিক আইন মেনে হেলমেট পরে মোটরসাইকেল ড্রাইভিং করছিলেন যারা, তাদের হাতে গোলাপফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। দুপুর ১২টায় এ কার্যক্রম শেষ হয়।
জানা যায়, এ কার্যক্রমে নগরজুড়ে হাজারের বেশী মোটরসাইকেল চালককে শুভেচ্ছা জানানো হয়। এ কার্যক্রম মোটরবাইকারদের মধ্যে ব্যাপক সাঁড়া ফেলেছে। কেউ কেউতো আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। এভাবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হওয়ার বিষয়টি কখনো তাদের ভাবনায়ই আসেনি। এসময় ট্রাফিক আইন মেনে চলায় ধন্যবাদ জানান পুলিশ কমিশনার। সবসময় ট্রাফিক আইন মেনে চলার উপকারিতা সম্পর্কেও সংক্ষেপে ধারনা দেন। এসএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, নগরীর বিভিন্ন পয়েন্টে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। বেশ সাঁড়া পড়েছে বলা যায়। আগামীতেও এ ধরনের কর্মসূচি চলতে পারে বলেও জানান তিনি।