আসাদুল হক পলাশ, নরসিংদী সংবাদদাতা : নরসিংদী পৌর সভা এলাকা প্রায় সকল সড়কই যেন মরণ ফাঁদ। রাস্তাগুলোর চরম দুরাবস্থা। ভাঙাচোরা সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ নিতে পারছে না পৌরসভা। অফিস সময় ও বৃষ্টির দিনে পরিস্থিতি মাত্রা ছাড়া অসহনীয় হয়ে ওঠে। পৌরসভার বিভিন্ন মূল সড়ক থেকে শুরু করে, পাড়া-মহল্লার অনেক সড়কেরই এখন খুব করুণ দশা। এবরো থেবরো আর খানাখন্দে ভরা। দীর্ঘদিন সংস্কার না করায় অনেক সড়কের বেশির ভাগ জায়গায় পিচ উঠে গেছে। তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে। খানাখন্দ-গর্তে পড়ে যানবাহন ও যাত্রীদের নাকানিচুবানি খাওয়া বর্তমানে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নারী-শিশু, শিক্ষার্থী-পেশাজীবীরা শুধু যে বিড়ম্বনা পোহাচ্ছেন তা-ই নয়, প্রায়ই ছোটবড় দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। এসব দেখার যেন কেউ নেই। দীর্ঘস্থায়ী দুরবস্থা দেখে মনে হয় অভিভাবকহীন হয়ে পড়েছে নরসিংদী পৌরসভা। আর পৌর শহরের প্রায় সকল সড়কই এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে।
১৯৭২ সনে নরসিংদী পৌরসভা ৩১ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে নরসিংদী পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আব্দুল লতিফ ভূইয়া। তার আমলে পৌরসভার বেশ কিছু উন্নয়ন হয়েছিল। বর্তমানে পৌরসভাটি শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। এই পৌর এলাকায় রয়েছে সরকারী বেসরকারী গুরুত্বপূর্ণ সকল অফিস-আদালত। শহরের সকল রাস্তা দিয়ে গুরুত্বপূর্ণ সব অফিস আদালতে গিয়ে কার্য সম্পন্ন করে সেবা প্রার্থীরা। বিশেষ করে পৌর শহরে রয়েছে, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়, জজ কোর্ট, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জন, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, এলজিইডি, সড়ক ও জনপথ, গণপূর্ত, জনস্বাস্থ্য প্রকৌশল, বিটিসিএল, বিআরটিসি, জেলা কৃষি সম্প্রসারণ অফিস, নরসিংদী রেলওয়ে স্টেশন, আবহাওয়া অফিস, সার্কিট হাউজ, ডাক বাংলো, সদর উপজেলা পরিষদ, সদর উপজেলা ভূমি অফিস, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে সেবা নিতে আসা লোকজন প্রতিনিয়তই পড়ছে ভোগান্তিতে। এছাড়া নরসিংদী সরকারী কলেজ, নরসিংদী সরকারী মহিলা কলেজ, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়সহ প্রায় দুই শত স্কুল ও কলেজ রয়েছে এই পৌর শহরে। এসব স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা নানা দুর্ঘটনার কবলে পড়ছেন প্রতিনিয়ত। বলা চলে নরসিংদী পৌর শহরের প্রায় সবগুলো সড়কই এখন মরণফাঁদে পরিণত হয়েছে। শুধু যে রাস্তা ভাঙ্গার জন্য দুর্ভোগে পড়তে হয় এমনটি নয়, এর সাথে যুক্ত হয়েছে যানজটও। রাস্তা ভাঙ্গা থাকার কারণে প্রতিদিন এসব সড়কগুলোতে যানজট লেগেই থাকে। যানজটের কারণে সঠিক সময় অফিস আদালতে পৌঁছতে পারছেননা সেবা দাতা ও গ্রহীতারা। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীরাও সময়মত ক্লাসে যেতে পারছে না।