সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতের ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। নিহতের নাম রিমন আহমদ তালুকদার (২৪)। সে উপজেলার আটগাঁও গ্রামের জাহেদ মিয়ার পুত্র। সকাল ছয়টায় এই ঘটনা ঘটে। সকাল সাড়ে আটটায় পাশের দিরাই উপজেলায় বজ্রপাতের ঘটনায় খোদেজা বেগম (৪৫) নামের আরেক কৃষাণি আহত হয়েছেন।

রিমনের চাচা শাল্লা কলেজের অধ্যক্ষ আব্দুশ শহীদ জানিয়েছেন বাড়ির পাশের হাওরের খলা থেকে গরু আনার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই রিমনের মৃত্যু ঘটে। রিমন শাল্লা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বললেন, বজ্রপাতে রিমনের সাথে থাকা গরুটিও মারা যায়।

দিরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার জানান, সকাল সাড়ে আটটায় বাড়ির পাশের ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতের ঘটনায় আহত হন কৃষাণি খোদেজা বেগম। তাকে দিরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।