মাহমুদ শরীফ, কুষ্টিয়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাস্থ কুষ্টিয়াবাসীর উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা রাজধানীর শ্যামলীর প্রিন্স রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শনিবার বিকেলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন। সাবেক অতিরিক্ত সচিব ড. খন্দকার রাশেদুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল হাশেম।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বিভিন্ন আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীরা নিজেদের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তাদের মধ্যে কুষ্টিয়া-৪ আসনের পদপ্রার্থী আফজাল হোসাইন, কুষ্টিয়া-১ আসনের মনোনীত প্রার্থী বেলাল হোসাইন এবং কুষ্টিয়া-২ আসনের প্রার্থী আব্দুল গফুর প্রমুখ বক্তব্য রাখেন। তারা নিজ নিজ এলাকার উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং নির্বাচনে তাদের অংশগ্রহণমূলক অঙ্গীকার ব্যক্ত করেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. রেজাউল ইসলাম রেজার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ঢাকাস্থ কুষ্টিয়া জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।