মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনিত সংসদ সদস্য প্রর্থী প্রফেসর মো আবু ইউসুফ সদ্যযোগদানকৃত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুসের নেত্রীত্বে বুধবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলার নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য মো: আক্তার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও ৩ আসনের জামায়াতের নির্বাচন পরিচালক মো আরশাদ আলী ঢালী, জেলা কর্মপরিষদ সদস্য ও মুন্সীগঞ্জ পৌরসভার আমির মাওলানা এইচ এম বায়েজীদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ হেমায়েত উদ্দিন মাওলানা মোখছেদুর রহমান, ডা: ইব্রাহিম দেওয়ান, মুন্সীগঞ্জ সদর উপজেলার আমির নুরুল আমিন সিকদার প্রমুখ।