দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও কামিল হাদীস বিভাগের প্রধান মুহাদ্দিস ডক্টর এনামুল হক এবার দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষে বিশেষ গুরুত্বসহ পাঠদানের জন্য এবার জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন’২০২৬ উপলক্ষে তাঁকে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়। তিনি ইতিপূর্বে ২০০৪ ও ২০০৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি মাস্টার্স পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং বিভাগ ও অনুষদে সর্বোচ্চ নম্বর পাওয়ায় ২০০৮ সালে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজ উদ্দিন আহমেদ চ্যান্সেলর গোল্ড মেডেল প্রাপ্ত হন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউ-েশনের ত্রৈমাসিক গবেষণা পত্রিকা, মাসিক জনপ্রিয় জার্নাল প্রেরণা, গবেষণা জার্নাল ছাত্র সংবাদ, গবেষণা ম্যাগাজিন দ্বিমাসিক মাদরাসা, জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার সীরাতুন্নবী ম্যাগাজিন ও সাপ্তাহিক সোনার বাংলা সীরাতুন্নবী ম্যাগাজিনে তাঁর শতাধিক গবেষণা প্রবন্ধ ও সমসাময়িক কলাম প্রকাশিত হয়েছে এবং তাঁর একটি গবেষণা গ্রন্থ ২০২৬ সালের ২১ শে বই মেলায় প্রকাশের প্রস্তুতি চলছে। তার এই সাফল্যে শিক্ষক, সাংবাদিক ও সূধিম-লী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। প্রেসবিজ্ঞপ্তি