খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে গুলী ছুঁড়েছেন দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা খুটিরঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। একাধারে বেশ কয়েক রাউন্ড গুলী ছুঁড়লেও বাড়িতে থাকা লোকজন অক্ষত রয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে আতঙ্কে রয়েছেন হামলার শিকার ওই বাড়ির পরিবারের সদস্যরা। বাড়ির সিসি টিভি ফুটেজে দেখা গেছে, চারটি মোটর সাইকেলে মাথায় হেলমেট পরিহিত বেশ কিছু যুবক বাড়ির প্রধান ফটকের একটু সামনে দাঁড়ায়। মোটরসাইকেল থেকে নেমে কয়েকজন প্রধান ফটক দিয়ে মহসিনের রুম লক্ষ্য করে এলোপাতাড়ি গুলী ছুঁড়তে থাকে। দুর্বৃত্তরা গুলী ছোঁড়ার পর পর দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় জানান, গুলীতে মহসিনের রুমের জানালাই থাই ক্লাস ভেঙ্গে গেছে। ঘটনার সময় বাড়ির মালিক মহসিন ফজরের নামাজ পড়তে মসজিদে অবস্থান করছিলেন। তার রুমের পাশের রুমে ২ সন্তান ও স্ত্রী কামরুন নাহার ঘুমিয়ে ছিলেন। ঘটনার পর মহসিনকে বাড়িতে পাওয়া যায়নি। এমন কি তার মোবাইল নাম্বারে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
দৌলতপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম বলেন, কুয়েটের কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলী ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থান থেকে ৬ রাউন্ড গুলীর খোসা উদ্ধার করা হয়েছে। তবে কারা এবং কি কারণে গুলী করেছে সে বিষয়ে কিছুই বলতে পারেননি ওসি।