নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ছাত্র শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাইফুর রসুল ফুহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার।
রোববার (৪ জানুয়ারি) ছাত্রশিবির নোয়াখালী দক্ষিণ শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ইসহাক খন্দকার বলেন, ছাত্রদের মেধা ও যোগ্যতা বিকাশের প্রচেষ্টার সাথে সাথে ইসলামের দাওয়াত ও সুমহান আদর্শের কথা ঘরে ঘরে পৌছে দেওয়ার আহবান জানান। সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ বোরহান উদ্দিন, সুবর্ণচর উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।