কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয় উলামা বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাদানী বলেন, অতীতে সর্বযুগে আলেমরা কঠিন পরীক্ষায় পরীক্ষিত হয়েছে, মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, ময়দানে লড়াই করেছেন, শহীদ হয়েছেন। যারা যতটুকু ভালো তারা ততটুকু বেশি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। তাদের ত্যাগের বিনিময়েই হক প্রতিষ্ঠিত হয়েছে। অতএব আলেম-উলামারা পূর্ববর্তী যুগ থেকে কিয়ামত পর্যন্ত দ্বীনের জন্য, কুরআনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য পরীক্ষা দিচ্ছেন, দিয়ে যাবেন। সেই শপথ আমাদের নিতে হবে। আলেম উলামাদের ত্যাগ ও পরীক্ষার মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।

কুষ্টিয়া জেলা উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন তাফসীরকারক হাফেজ মাওলানা মুফতি আমির হামজা।

বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, ইসলামী আন্দোলনের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আহম্মদ আলী, জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দ্দার, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ আব্দুল গফুর, তালিমুল কুরআন এর জেলা সভাপতি ড. মাওলানা শহিদুল বারী, অধ্যক্ষ মাওলানা তারিকুল ইসলাম, মসজিদ মিশনের জেলা সভাপতি হাফেজ রফিক উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের সভাপতি আহমদ আলী, জেলা ছাত্রশিবিরের সভাপতি খাজা উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতের কুষ্টিয়া উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত। সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মইনুল হক আহসানী।

উপস্থিত ছিলেন জামায়াতের খোকসা কুমারখালীর নমীনী মোঃ আফজাল হোসেন, দৌলতপুর আসনের নমীনী মাওলানা বেলাল উদ্দিন, উলামা বিভাগের নেতা মাওলানা আব্দুল আলিম, হাফেজ মাওলানা আক্তারুজ্জামান, হাফেজ মাওলানা ওসমান গনি, মাওলানা মতিউর রহমান নাটোরী, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনিসুর রহমান শহীদ, হাফেজ মাওলানা হারুন অর রশীদ, মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের কুষ্টিয়া জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক মাজহারুল ইসলাম মোমিন, শহর আমীর এনামুল হক, শিবিরের কুষ্টিয়া শহর সভাপতি হাফেজ মাওলানা সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।