বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, নব্য স্বৈরাচার ও ফ্যাসিবাদী অপশক্তিকে রুখে দিতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনমত গড়ে তোলার কোনো বিকল্প নেই। দেশ, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিতে হবে। গত রোববার বাদে মাগরিব চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত ‘হ্যাঁ’-এর পক্ষে গণসংযোগ সপ্তাহ উপলক্ষে হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোড মোড়ে অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে জুলুম, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। জনগণের ন্যায়সঙ্গত দাবি উপেক্ষা করে একটি গোষ্ঠী বারবার ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় জনগণের মতামত প্রতিফলনের সুযোগ সৃষ্টি করতে এবং দেশকে নব্য স্বৈরাচারের কবল থেকে মুক্ত করতে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে হবে।

তিনি আরও বলেন, ইসলামি মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে রয়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানবিক মর্যাদা রক্ষায় ‘হ্যাঁ’ ভোট একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে। তাই সর্বস্তরের জনগণকে সচেতন করতে জামায়াতের গণসংযোগ কর্মসূচি চলমান থাকবে।

হালিশহর থানা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় এবং থানা আমীর ফখরে জাহান সিরাজী সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসংযোগে আরও বক্তব্য রাখেন হালিশহর থানা জামায়াতের নায়েবে আমীর ডা. শাহাদাত হোসেন, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের অফিস সম্পাদক শহীদুল মোরসালিনসহ স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করা সময়ের দাবি। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ তাদের অধিকার ও ভবিষ্যৎ নিরাপদ করতে পারে। তাই ঘরে ঘরে গিয়ে গণসংযোগের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।