নীলফামারী সংবাদদাতা : স্ত্রীর দায়ের করা মামলায় জামিন না পেয়ে শ্রীঘরে গেছেন অভিযুক্ত ইউনিয়ন পরিবার পকিল্পনা পরিদর্শক সোহেল রানা। সোহেল রানা জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই কলোনী মিয়াপাড়া এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী হানিফা আক্তার ইতির সাথে প্রায় ১৩ বছর পূর্বে ইসলামী শরিয়ত মেনে বিয়ে হয়। বিয়ের সময় ভুক্তভোগীর বাবা মেয়ের সুখের জন্য নগদ টাকাসহ বিভিন্ন ধরনের উপঢৌকন প্রদান করলেও, অভিযুক্ত সোহেল রানা বিয়ের পর থেকেই ভুক্তভোগী ও তার পরিবারের কাছে যৌতুকের টাকা দাবী করে আসছে। ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা অভিযুক্ত সোহেল রানার যৌতুকের দাবী পূরণে ব্যর্থ হলে, ভুক্তভোগীর ওপর নেমে আসে নানা শারীরিক ও মানসিক নির্যাতন। এক পর্যায়ে নির্যাতনের মাত্রা ক্রমেই বাড়তে থাকলে, অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলাসহ বেশ ক’টি মামলা দায়ের করে ভুক্তভোগী।
গ্রাম-গঞ্জ-শহর
স্ত্রীর মামলায় স্বামী শ্রীঘরে
স্ত্রীর দায়ের করা মামলায় জামিন না পেয়ে শ্রীঘরে গেছেন অভিযুক্ত ইউনিয়ন পরিবার পকিল্পনা পরিদর্শক সোহেল রানা।