জাতীয় নেতৃবৃন্দের বিচারের নামে প্রহসন ও শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যু রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিটির গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

গতকাল বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের স্থানীয় একটি মিলনায়তনে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর শহর শিবির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সরদার সৈয়দ আহমেদ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য জাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর শহর শিবিরের অফিস সম্পাদক ইসমাইল হোসেন ফয়সাল প্রমুখ।

ড. রেজাউল করিম বলেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন বিশ্ববরেণ্য মুফাসফিরে কুরআন এবং দক্ষ পার্লামেন্টারিয়ান। তিনি পরপর দু’বার পিরোজপুর থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাগ্মী। শহীদ আল্লামা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে দেশ-বিদেশে পবিত্র কালামে হাকীমের বাণী প্রচার করেছেন। তার ক্ষুরধার লেখনি ইসলামী আদর্শকে সাধারণ মানুষের মধ্যে সহজবোধ্য করে তুলেছে। ফলে তিনি গণমানুষের নয়নমণিতে পরিণত হয়েছিলেন। কিন্তু আওয়ামী-বাকশালীরা তার জনপ্রিয়তা ও খ্যাতিকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে কথিত বিচারের নামে প্রহসন করে আমৃত কারাদণ্ড দিয়েছে। দু’বছর আগে তার মৃত্যুও ছিলো রহস্যজনক। তিনি আল্লামা সাঈদীর শাহাদত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি বলেন, দেশে নতুন করে খাইখাই গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। তারা এখন সামনে যা পাচ্ছে তা দিয়েই পেটের জ্বালা মেটানোর চেষ্টা করছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এত ক্ষুধার্ত হলে তো তারা পুরো বাংলাদেশকেই গিলে ফেলবে! এর আগে এরা পাথর দিয়ে মিটফোর্ডে মানুষ হত্যা করেছিলো, এখন সিলেটের সব পাথর খেয়ে ফেলেছে। সিলেটে এখন পাথর খাওয়ার মহোৎসব চলছে। দুর্বল ও মেরুদণ্ডহীন প্রশাসনের চোখের সামনে দিয়ে ৩-৪ হাজার কোটি টাকার পাথর হাজার টাকায় ভর্তি ট্রাকযোগে পাচার হয়ে গেছে। এখন তারা এদিক-সেদিক পাথর খুঁজে বেড়াচ্ছে। তিনি অবিলম্বে পাথর খেকোদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।