নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। দুলু তার নির্বাচনী এলাকায় নিষিদ্ধ পিভিসি ব্যানার ও ফেস্টুন ব্যবহার করে প্রচার কার্যক্রম চালাচ্ছেন, যা নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধির পরিপন্থী। স্থানীয় সূত্রে ও সরজমিনে গিয়ে দেখা যায়, নাটোর শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সদর ও নলডাঙ্গা উপজেলার বাজার-ঘাট ও জনসমাগমপূর্ণ এলাকায় দুলুর ছবি সম্বলিত পিভিসি ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। এবং নাটোর এন.এস সরকারি কলেজের অভ্যন্তরে প্রবেশ করে নাটোর সদর ও নলডাঙ্গা নিয়ে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির ৩৯ নং সদস্য মোছাঃ আজমিরা সুলতানা ধানের শীষের পক্ষে হ্যান্ড বিল বিতরণ এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ধানের শীষে ভোট চান এমন একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। অথচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর আচরণ বিধিমালা ২০২৫ এর 'ধারা ৭ এর খ' এবং '১৫ এর খ' মতে আচরণ বিধি লংঘন হয়েছে। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী পরিবেশের জন্য ক্ষতিকর পিভিসি ব্যানার ও ফেস্টুন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা চালনো যাইবেনা। এ বিষয়ে সচেতন মহল ও সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলছেন, একজন প্রার্থী যদি শুরুতেই আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়। দ্রুত এসব অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ আদনান এবং নলডাঙ্গা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁন বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ম্যাজিস্ট্রেট এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ম্যাজিস্ট্রেটকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।