ইবি রিপোর্টার : ‘ভবিষ্যতের বিশ্বের জন্য ডিজিটাল প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২৬ দেশের ৫১৮ জন গবেষকের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘কম্পিউটিং, অ্যাপ্লিকেশন এবং সিস্টেম’ (COMPAS 2025) শীর্ষক আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধায় কুষ্টিয়ার দিশা টিএআরসিতে সমাপনী সেশনের মাধ্যমে শেষ হয়।
সম্মেলনটি IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে এবং ইবির কেন্দ্রীয় গবেষগার, আইইইই ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ, আইসিটি বিভাগ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, ইএমবি এবং এসআইসিটির সহযোগিতায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, কোয়ান্টাম কম্পিউটিং, নেটওয়ার্ক সিকিউরিটি, ডেটা অ্যানালিটিক্স, কম্পিউটার ভিশন এবং অ্যালগরিদম ফিল্ডের উপর পেপার রিভিউ করা হয়।
প্রথমদিন সম্মেলনে কেন্দ্রীয় ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আয়োজনে জেনারেল চেয়ার হিসেবে ছিলেন আই ইইই সিএস বিডিসি চেয়ার অধ্যাপক ড. কে. এম. আজহারুল হাসান ও পাস্ট চেয়ার অধ্যাপক ড. আহসান হাবীব তারেক, টিপিসি চেয়ার হিসেবে আই ইইই এস বিডিসি ইলেক্ট চেয়ার অধ্যাপক ড. ওবাইদুর রহমান। উভয় দিনে মূল আলোচক হিসেবে ছিলেন- অস্ট্রেলিয়ার এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শামসুল ইসলাম, পাকিস্তানের করাচির ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্টের রেক্টর অধ্যাপক ড. তারিক রহিম সুমরো, মার্কিন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইইইই, এপিএস এবং আইওটির ফেলো ড. এম মুস্তফা হুসেন, বুয়েটের অধ্যাপক ড. সোহেল রানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক। দ্বিতীয় দিনের সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) সদস্য অধ্যাপক ড. মো. সোহেল রহমান, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ইবি উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক উপস্থিত ছিলেন।