গাজীপুর–৫ আসন (কালিগঞ্জ, পূবাইল ও বাড়িয়া) এলাকার ভোটারদের উদ্দেশ্যে এক আবেগঘন ও দৃঢ় বার্তায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মোঃ খাইরুল হাসান।

বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গাজীপুর–৫ আসনে জামায়াতের প্রতি যে ব্যাপক জনসমর্থন ও সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ধারাবাহিক গুজব ও অপপ্রচার চালাচ্ছে। কখনো বলা হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীক থাকছে না, কখনো বলা হচ্ছে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন না— এসব বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলে উল্লেখ করেন তিনি।

তিনি গাজীপুর–৫ আসনের জনগণকে উদ্দেশ্য করে বলেন, 'আপনারা কেউ এই ধরনের গুজবে কান দেবেন না। ইতিহাস সাক্ষ্য দেয়— সামাজিক অনাচার ও অবিচার দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে সবসময়ই ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হয়। কিন্তু শেষ পর্যন্ত মিথ্যার পরাজয় হয়, সত্যের বিজয় অনিবার্য।

তিনি সহকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'মনে বল রাখুন, বুকে সাহস ধারণ করুন। আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে ধৈর্য, প্রজ্ঞা ও বিচক্ষণতার সঙ্গে সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।'

গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মাঠে আরও সক্রিয় ও সোচ্চার থাকার আহ্বান জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ইনশাআল্লাহ বিজয়ের কেতন উড়বেই এবং মজলুম জনতার মুক্তি নিশ্চিত হবেই।