গোলাম মোস্তফা, মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মধুপুরে আওয়ামী দুঃশাসনের সময় জামায়াতের কারানির্যাতিতদের স্মরণে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সকালে জাতীয় উদ্যান দোখলার চুনিয়া কটেজ চত্বরে উপজেলা জামায়াতের আয়োজনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিতহয়।

জামায়াতের উপজেলা আমীর মাও. আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি রিজোয়ানুল্যাহ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর আহসান হাবিব মাসুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও বায়তুলমাল সেক্রেটারি আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য ও তরবিয়ত সেক্রেটারি ড. আতাউর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য, পেশাজীবি সেক্রেটারি ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জামায়াত মনোনীত অধ্যক্ষ মোন্তাজ আলী, জেলা কর্মপরিষদ সদস্য যুব ও ক্রীড়া বিষয়ক সেক্রেটারি মাও. বোরহানুল ইসলাম, সাবেক উপজেলা আমীর আব্দুল হামিদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- গ্রেফতার জেল-জুলুম থাকা সত্বেও বসে থাকেনি। প্রত্যেকটি জন শক্তিকে সাহসিকতার সাথে কাজে লাগিয়ে আগামী দিনের বিপ্লবের জন্য তৈরী হতে হবে। এ বিজয় শেষ বিজয় নয়, বিজয় কিš‘ সামনে আছে। সামনে দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে যে ঘটনা ঘটবে সেটাই চুড়ান্ত বিজয়। ভারতের তাবেদারী আর বাংলাদেশে চলবেনা। এসময় জামায়াতের কারানির্যাতিতরা গ্রেফতার জেল-জুলুম রিমান্ড ও নির্যাতনের নানা ঘটনা তুলে ধরে তাদের স্মৃতিচারণ করেন। পরে সকল কারানির্যাতিতদেরকে অতিথিবৃন্দরা ফুলেল শুভে”ছা জানান। উল্লেখ্য ২০১৩ সালের ২১ শে ফেব্রুয়ারি দোখলার একই জায়গা থেকে গোপন বৈঠকের পরিকল্পিত অভিযোগে তৎকালিন উপজেলা আমীরসহ ৮০ জন জামায়াত কর্মীকে গ্রেফতার করে ফ্যাসিবাদী সরকারেরূ পুলিশ প্রশাসন। আর ওই স্থানেই তারই প্রতিবাদে এই সংবর্ধনা ও মিলন মেলার আয়োজন করা হয়।