কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় পদ্মা নদীতে বালুবোঝাই নৌযানের (বাল্কহেড) ধাক্কায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ শ্রমিক দল নেতা আবেদুর রহমান ওরফে আন্নুর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত আবেদুর রহমান কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার নয় দিন পর সোমবার সন্ধ্যায় ফরিদপুরের ডিক্রির চর ইউনিয়নের কবিরপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ।
ফরিদপুর অঞ্চলের কোতোয়ালি নৌ ফাঁড়ির পরিদর্শক নাসিম আহম্মেদ বলেন, পদ্মার চরে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা এসে লাশটি আবেদুর রহমানের বলে শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে গত ১৬ নভেম্বর কুষ্টিয়ার হরিপুর-সংলগ্ন পদ্মা নদীতে নিখোঁজ হন আবেদুর রহমান। এ ঘটনায় তার স্ত্রী কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। দুর্ঘটনার পর আহত অবস্থায় উদ্ধার হওয়া ট্রলারের মাঝি আলী মন্ডল জানিয়েছিলেন, আবেদুর রহমানসহ কয়েকজন হরিপুর-সংলগ্ন পদ্মা নদীতে ড্রেজার বসিয়ে বালু তুলছিলেন। গত এক সপ্তাহ ধরে তারা সেখানে টাকা তুলতে যান। ঘটনার দিন তারা দুজন ট্রলারে করে যাওয়ার সময় একটি বাল্কহেড এসে ধাক্কা দিলে দুজনই নদীতে পড়ে যান। পরে একটি মাছ ধরার ছোট নৌকা তাকে উদ্ধার করলেও আন্নুকে রক্ষা করতে পারেনি। পরে ডুবুরী দল চেষ্টা করেও লাশ উদ্ধারে ব্যর্থ হন। অবশেষে ৮দিন পন তার লাশ উদ্ধার হলো।