স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তা করা এবং “প্রকৌশলী অধিকার আন্দোলন”-এর তিন দফা দাবির প্রতিবাদে সাত দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনসহ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পৌনে আটটা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা তারা গাজীপুর মহানগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মোড় অবরোধ করে রাখে, এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-গাজীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা স্থবির হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা, ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও অ্যাম্বুলেন্সে থাকা রোগীরা।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, নেসকো অফিসে সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানের নেতৃত্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তা করা হয়েছে, বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত করার চেষ্টা চলছে, কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র করা হচ্ছে, অযৌক্তিক তিন দফা দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই পরিস্থিতিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা না নিলে দেশের লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী এবং পাঁচ লক্ষাধিক পলিটেকনিক শিক্ষার্থী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের সাত দফা দাবি হলো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করা, বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে প্রকৌশলীদের নেতৃত্বে সৃষ্ট বিশৃঙ্খলার বিচার করা, কারিগরি শিক্ষার মর্যাদা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া, কর্মক্ষেত্রে ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা, সরকারি ও বেসরকারি উন্নয়ন প্রকল্পে ডিপ্লোমা প্রকৌশলীদের সম্পৃক্ততা নিশ্চিত করা, অযৌক্তিক তিন দফা দাবির অবসান ঘটানো, ভবিষ্যতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তা রোধে কার্যকর আইন প্রণয়ন করা।
রাত পৌনে আটটার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।