বিশ্ব ধরিত্রী দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে আজ বরিশালের রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) আয়োজিত এই সভায় পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের এই সংকটময় সময়ে ধরিত্রী দিবসের তাৎপর্য আরও গভীর হয়েছে। তারা পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকার ও বেসরকারি সংস্থাগুলোর যৌথ উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
সভায় বিভিন্ন সাংবাদিক, পরিবেশকর্মী, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে একটি সচেতনতামূলক চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। উল্লেখ্য, প্রতিবছর ২২ এপ্রিল বিশ্বব্যাপী ধরিত্রী দিবস পালিত হয়ে আসছে, যার মূল লক্ষ্য হলো পরিবেশের প্রতি মানুষের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দেয়া।