সিরাজগঞ্জ সংবাদদাতা : নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” এ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়।

এ মেলা উপলক্ষ্যে র‌্যালি প্রদর্শন, সেবা গ্রহীতার জন্য স্টল স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে ও সদর ভূমি অফিসের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপক অটোমেশন প্রকল্পের সহযোগিতায় সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে এক বর্ণাঢ্য রর্‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিসে বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম র্যালি ও ভূমি মেলার উদ্বোধন করেন। এবং বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ ভূমি মেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুস প্রমুখ।

পাইকগাছা

পাইকগাছায় ভূমি মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে পরে ফিতা কেটে উদ্বোধন হয়। ভূমি অফিস চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

ফুলবাড়ী (দিনাজপুর)

ফুলবাড়ীতে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন। ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”। উদ্বোধনী ভূমি মেলার উদ্বোধন করেন ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহম্মেদ।

কক্সবাজার

নাগরিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর জনবান্ধব ভূমিসেবা প্রদানের লক্ষে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ভূমি মেলা শুরু হয়েছে । “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি “ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩দিন ব্যাপী ভূমি মেলা আগামী ২৭ই মে পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মহেশখালীতে নানান আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভূমি মেলা। ২৫ মে মহেশখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে সকালে র‌্যালি শেষে মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ হেদায়েত উল্লাহ,র সভাপতিত্বে ভূমি মেলা অনুষ্ঠিত হয়।

মনোহরদী (নরসিংদী)

নরসিংদীর মনোহরদীতে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের যৌথ উদ্যোগে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন খান, মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি মো. হারুন-অর-রশিদ, শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি ফরাজী প্রমুখ।

দাউদকান্দি (কুমিল্লা)

দাউদকান্দিতে ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৩দিন ব্যাপী ভূমি উন্নয়ন মেলা-২০২৫ উদ্বোধনী করা হয়েছে।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপজেলা সহাকারী কমিশনার মো. রেদওয়ানুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, সাবরেজিস্টার মোহাম্মদ হানিফ, শিক্ষা অফিসার আহসান প্রমূখ।

গুরুদাসপুর (নাটোর)

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদযাপিত হচ্ছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি চত্বরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

শ্যামনগর (সাতক্ষীরা)

২৫ মে সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে এক বনাঢ্য রর্‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রর্‌্যালিটি উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিসের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনাল (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।

শান্তিগঞ্জ

রোববার (২৫ মে) সকালে সাড়ে ১০ টায় ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।