গাইবান্ধা সংবাদদাতা: জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধা এর আয়োজনে সম্প্রতি সন্মেলন কক্ষ জেলা প্রশাসকের কার্যালয়ে “ জুলাই শোক দিবস” উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী মোয়াজ্জম আহমেদ, জেলা প্রশাসক গাইবান্ধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিশাত এ্যাঞ্জেলা, পুলিশ সুপার, গাইবান্ধা, জনাব মোঃ রফিকুল ইসলাম, সিভিল সার্জন, গাইবান্ধা, মাহমুদুর রহমান টিটুল, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, গাইবান্ধা, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জহুরুল হক, জুলাই আন্দোলনের আহত জুলাই যুদ্ধাগণ এবং গাইবান্ধা জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ। আলোচনা শেষে শহীদ দের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
তিতাসে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার তিতাসে এসএসসি ও দাখিল-২০২৫ইং সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্যাহ, উপজেলা প্রকৌশলী ইঞ্জি. মোঃ শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
পরে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া-মুনাজাত শেষে উপস্থিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপজেলার মোট ৪১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।