বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলায় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর ) সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিতে কাজ করছে। পাইকগাছা উপ-আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনের মধ্য দিয়ে উপকূলীয় শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দুয়ার খুলে গেল। উন্মুক্ত মানে নকল নয়, বরং মানসম্পন্ন শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে বাউবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান আনোয়ার আলদীন। তিনি বলেন, ড. ওবায়দুল ইসলামের দূরদর্শী নেতৃত্বে এই কেন্দ্র স্থাপন স্থানীয় শিক্ষার প্রসার ও উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমান।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, শিক্ষাবিদ, শিক্ষক, কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত উপ-আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।