দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রাখতে হবে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।

তিনি বলেন, ৫ই আগস্ট এর মাধ্যমে নতুন করে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তখনই সার্থক হবে যখন দেশের মানুষ শ্রমিকদের সম্মান করে তাদেরকে তাদের ন্যায্য সম্মান দিতে পারবে। তিনি বলেন একমাত্র ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলেই শ্রমিকের উন্নতি হবে।

বৃহস্পতিবার (১ মে) বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ফলমন্ডী রেললাইন সংলগ্ন উপজেলা ও চৌমুহনী শহর শাখার ১মে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা ও চৌমুহনী শহর শাখার এর উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

এই সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ নুরুল্লার সভাপতিত্বে চৌমুহনী শহর শাখার সভাপতি অলি উল্যাহ ইয়াছিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত হিসেবে ছিলেন ফেডারেশনের জেলা শাখার সভাপতি এডভোকেট জহিরুল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাছিমুল গনি চৌধুরী মহল,জামায়াতের উপজেলা আমীর মাওলানা আবু জাহেদ, জামায়াতের শহর শাখার আমীর জসিম উদ্দিন,ফেডারেশনের শহর শাখার সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

পরে চৌমুহনী রেললাইন সংলগ্ন থেকে বর্নাট্য র‍্যালি বের হয়ে চৌমুহনী প্রদান সড়ক প্রদক্ষিন করে কাছারি বাড়ি জামে মসজিদে এসে শেষ হয়।