নেত্রকোণা জেলার খালিয়াজুরী থানার জাহেদ আলী হত্যা মামলার আসামী মোঃ মিজানুর রহমান গ্রেফতার। এজাহারের বিবরণে জানা যায় - নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার দূর্লভপুর গ্রামের ভিকটিম মৃত জাহেদ আলীর ছেলে মোঃ হাফিজ উল্লাহ্ বাদী হয়ে খালিয়াজুরী থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া আসামী মোঃ মিজানুর রহমান সহ এজাহার নামীয় আসামীরা নিকটাত্মীয় এবং প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্তে বিরোধ চলে আসছে। গত ২১ নভেম্বর ২০২৫খ্রিঃ বাদীর বাবা ভিকটিম জাহেদ আলী জমিতে বীজ রোপন করতে গেলে পূর্বশত্রুতার জেরে গ্রেপ্তার হওয়া আসামীসহ এজাহারনামীয় আসামীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাবা ও ভাই সহ তাকে পিটিয়ে এবং সুলফি দিয়ে ঘাই মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে ভিকটিম জাহেদ আলী(৬০) মৃত্যূবরণ করেন। এঘটনায় বাদী নেত্রকোণা জেলার খালিয়াজুরী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পে ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারে তৎপর হয়। এরই প্রেক্ষিতে সিপিসি-২, রর্্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের আভিযানিক টিম গ্রেপ্তার হওয়া আসামীর অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার (১জানুয়ারী) রাত ১২টা ৪০ মিনিটে র্যাব-১, উত্তরা, ঢাকা’র সহায়তায় জিএমপি গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন ষ্টেশন রোড মেডিলাইফ ডায়াগনষ্টিকের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মিজানুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রাম-গঞ্জ-শহর
নেত্রকোণায় হত্যার আসামী গ্রেপ্তার
নেত্রকোণা জেলার খালিয়াজুরী থানার জাহেদ আলী হত্যা মামলার আসামী মোঃ মিজানুর রহমান গ্রেফতার। এজাহারের বিবরণে জানা যায় - নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার দূর্লভপুর গ্রামের ভিকটিম মৃত জাহেদ আলীর ছেলে মোঃ হাফিজ উল্লাহ্ বাদী হয়ে খালিয়াজুরী থানায় হত্যা মামলা দায়ের করেন।