শাহজাহান, তাড়াশ (সিরাজগঞ্জ) : তাড়াশে দেওড়া তাকওয়া সংস্থার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। জানা গেছে সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে যুবকদের মধ্যে স্বেচ্ছাসেবা মুলক একটি প্রতিষ্ঠান দেওড়া তাকওয়া সংস্থার উদ্যোগে মোঃ আবুল কালামের সভাপতিত্বে মোঃ রাকিবুল ইসলামের পরিচালনায় গতকাল শনিবার শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ শাহজাহান আলী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাড়াশ পৌর জামায়াতের সভাপতি মাওলানা কাওছার আহম্মেদ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন তাড়াশ উপজেলা সভাপতি অধ্যাপক আবুল বাশার দেশীগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মাসুদুর রহমান বিএনপি সহ সভাপতি মোঃ রুহুল আমিন যুগ্ম সম্পাদক মোঃ শাহীন আলম, সংগঠনের সভাপতি মোঃ রনি আহম্মেদ, সেক্রেটারী মোঃ সেলিম উদ্দিন, ইউপি সদস্য ব্রজেন্দ্রনাথ সরকার প্রমুখ।