গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুরে বিজয় মিছিলের মধ্য দিয়ে ইয়াকুব আলী মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
রোববার বেলা ১১টায় শহরের প্রধান সড়কগুলোতে বিজয় মিছিল প্রদক্ষিণ শেষে ওই স্কুল ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী রুহুল করিম আব্বাসী তুহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিলচলন শহদী সামসুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একরামুল হক।
নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন, ‘ভবিষ্যতে তোমরা বিশেষ একটি জায়গায় উপনীত হবে। শিক্ষিত জাতি ও দেশ গড়ার কাজে নিয়োজিত হবে। সেইসাথে এলাকার সুনাম-সুখ্যাতি বয়ে আনবে, এই প্রত্যাশা করি।”
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ইসরাত জাহান রাঙ্গা, সমাজসেবক আবুল কালাম আজাদ ও একাডেমির পরিচালক ইয়াকুব আলী।
জানা যায়, ‘শিশু মনে স্বপ্ন বুনি’ শ্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের সকল কার্যক্রমে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।
তাই প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরাসহ শিক্ষক-কর্মচারীরা বিজয় মিছিল করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কুরআন শরীফ, সনদ, ক্রেস্ট, ছোটবড় বই, ক্যালেন্ডার পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এরপর ক্ষুদে শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
আসামী আটক
ঈদগাঁও (কক্সবাজার) : ইসলামপুর থেকে সিআর মামলার ১০ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করা হয়েছে। ঈদগাঁও থানার পুলিশের এসা, আই অন্তু বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত মো: মোজাফফর আহমদ ইউনিয়নের মধ্য নাপিতখালীর মরহুম উজির আলী সওদাগরের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জে সাক্ষ্য দিতে যাওয়া ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার। তিনি বলেন, চেক প্রতারণা মামলায় শনিবার রাতে তাকে আটক করা হয়।
১৫ মাসে কুরআনে হিফজ
নান্দাইল (ময়মনসিংহ) : মেধা আর একাগ্রতা থাকলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব, তা প্রমাণ করে দেখালো ১১ বছর বয়সী শিশু সোলাইমান ইসলাম। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাত্র ১৫ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও প্রশংসার সৃষ্টি করেছে এই হাফেজ। জানাগেছে, শিশু সোলাইমান নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের শারীরিক প্রতিবন্ধী কৃষক সাইফুল ইসলামের দ্বিতীয় পুত্র সন্তান। সে স্থানীয় ‘জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া’ মাদরাসার ছাত্র। পারিবারিক অসচ্ছলতা আর বাবার শারীরিক সীমাবদ্ধতা সোলাইমানের পথের বাধা হতে পারেনি। তার এই অভাবনীয় সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সোলাইমানের বাবা সাইফুল ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার ছেলের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত। আমি সকলের কাছে আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাই।” অত্র মাদরাসার মোহতামিম মাওলানা তাজুল ইসলাম সোলাইমানের কৃতিত্ব সম্পর্কে বলেন, সোলাইমান অত্যন্ত মেধাবী এবং মনোযোগী ছাত্র। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং তার কঠোর অধ্যবসায়ের ফলে মাত্র ১৫ মাসে সে পুরো কোরআন আয়ত্ত করতে সক্ষম হয়েছে। এটি আমাদের মাদরাসার জন্য এক গর্বের বিষয়। তিনি আরও জানান, মাদরাসাটি দীর্ঘদিন ধরে কোরআন ও সুন্নাহর আলোকে যোগ্য মানুষ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিশু হাফেজ সোলাইমান ইসলামের এই সাফল্যে স্থানীয় আলেম ও সুধীসমাজ তাকে অভিনন্দন জানিয়েছেন।
অফিস উদ্বোধন
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুব বিভাগের অফিস উদ্বোধন করা হয়েছে।
গত ৪ জানুয়ারি যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মী শুভাকাক্সক্ষী ও অংশীজনদের উপস্থিতিতে স্থায়ী কার্যালয়টি উদ্বোধন করা হয়।
যুব বিভাগের সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আইয়ুব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগ নাইক্ষ্যংছড়ি উপজেলা সভাপতি এডভোকেট কামরুল আমিন সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সভাপতি কামরুল আমিন বলেন, সুস্থ সংস্কৃতির চর্চা অপসংস্কৃতি রোধ নৈতিক ও মূল্যবোধের বিকাশে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আধিপদ্যবাদকে রুখে দিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিপক্ষে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও নতুন বাংলাদেশ বিনির্মাণ ও সংস্কারকে স্থায়ী রূপ দিতে হ্যাঁ এর পক্ষে জনমত গঠনে যুব বিভাগের ভূমিকা প্রত্যাশা করেন বক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ইউনুস, যুবনেতা মাওলানা ছুরত আলম, আব্দুর রহিম, মৌলানা আব্দুল মাবুদ প্রমুখ। মোনাজাত পরিচালনা ও মিষ্টি বিতরণের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
মৎস্যঘের জবর অভিযোগ
আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে জোর পূর্বক মৎস্যঘের জবর দখল, ঘেরের মাছ মেরে নেয়া,বাসার মালামাল লুটপাট, মারপিট, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে। দীর্ঘ ৮ মাস ধরে প্রশাসনের দারেদারে ঘুরেও, মৎস্যঘের উদ্ধার করতে ব্যর্থ অসহায় ইউনুছ আলী গাজী।
শ্রীউলা ইউনিয়নের মৃত নেছার উদ্দীন গাজীর ছেলে ইউনুছ গাজী বাদী হয়ে আশাশুনি থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হুইল চেয়ার পেয়ে খুশি
রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে প্রতিবন্ধী বৃদ্ধ পান দোকানী আব্দুল কুদ্দুস(৭০)কে হুইল চেয়ার দিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। অসহায় প্রতিবন্ধী বৃদ্ধ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের দিনা গ্রামের মৃত কাছু মামুদের ছেলে। রোববারে(৪জানুয়ারী) দুপুরে রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে তাকে এ হুইল চেয়ার দেয়া হয়। রাজারহাট ইউনিয়ন পরিষদ তহবিল থেকে এ অনুদান দেয়া হয়েছে।
বাড়ি থেকে দোকানে যাতায়াত করতে এ সহযোগিতা করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট ইউপি প্যানেল চেয়ারম্যান সহিদুল ইসলাম ব্যাপারী, মহিলা ইউপি সদস্য রোকেয়া বেগম, ইউপি সদস্য আমজাদ হোসেন, সহিদ হোসেন, কাজল কুমার, আশরাফ আলী ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. আবদার হোসেন। দীর্ঘপ্রতিক্ষার পর উপজেলার নির্বাহী অফিসার মো. আল ইমরানের মাধ্যমে হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী আব্দুল কুদ্দুস আবেগাপ্লুত হয়ে বলেন, স্যারকে আমার অশেষ ধন্যবাদ।