জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে গর্ববোধ করবে, কারণ আমরা এমন একটি শিক্ষা কাঠামো গড়ে তুলছি যা তাদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করবে।

গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাস আধুনিকায়ন, আইসিটি ও ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা, গবেষণায় প্রণোদনা ও শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে। এছাড়া দেশ-বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন চলছে।

প্রফেসর আমানুল্লাহ জানান, আগামী জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশনজটমুক্ত হবে। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় বৃত্তির তহবিল ১০ কোটি থেকে বাড়িয়ে ২০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে পড়াশোনা ও গবেষণায় মনোনিবেশ করতে হবে। শিক্ষার মানোন্নয়নে বর্তমান প্রশাসনের পদক্ষেপগুলো সফলভাবে বাস্তবায়িত হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বে মর্যাদা অর্জন করবে।

অনুষ্ঠানে আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হক সভাপতিত্ব করেন এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. এস এম মোস্তফা আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় কলেজের শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে।