দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধার বিকাশ ও প্রকৃত উৎকর্ষ যাচাইয়ের লক্ষ্যে ‘জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা–২০২৫’ উপলক্ষে দোয়ারাবাজারের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা’র সভাপতিত্বে এবং সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর ও নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা প্রিয়াঙ্কা দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন “শিক্ষার্থীদের মেধা বিকাশে এই ধরনের পরীক্ষা অত্যন্ত কার্যকর। শুধু বইমুখী নয়, বাস্তবভিত্তিক জ্ঞান ও সৃজনশীলতা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে হবে। দোয়ারাবাজারের শিক্ষার্থীরা যে সাফল্যের পরিচয় দিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে মাদ্রাসাগুলোকে এ পরীক্ষার আওতায় আনতে উদ্যোগ নেওয়া হবে।”