নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের নেতৃত্বে জামায়াতের একটি টিম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সেখানে জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এসময় নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৪ আসসের হাফেজ আব্দুল মুনতাকিম, কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, সেক্রেটারি ফেরদৌস আলম,সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জরুল ইসলাম রতন,উপজেলা শিবির সভাপতি মুজাহিদ ইসলামসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রবিবার (৫অক্টোবর) সকালে আকস্মিক টর্ণেডোর আঘাতে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ১১টি গ্রামের প্রায় ৫ শতাধিক ঘরবাড়ী বিধ্বস্ত হয়। গাছ ও ঘর চাপা পড়ে আহত হয় অন্তত ৩০ জন।