বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর এবং সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ৪নং সাতবাক ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি জয়পুর মাঝর মসজিদে যোহরের নামাজের পর মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বিকালে স্থানীয় ভবানিগঞ্জ বাজারে টংগীতে মৌলভী ইব্রাহিম আলী (রহ.) এর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন। সাতবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ফয়সল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম, রহিমিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল সালেহ আহমদ, মাওলানা আবুবকর। গণসংযোগ সহ দিনব্যাপী প্রোগ্রামাদিতে স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

সিলেটে পৃথক দুই দুই সড়ক দুর্ঘটনায় মহিলাসহ দু’জন নিহত হয়েছেন। একটি দুর্ঘটনা ঘটেছে মোগলাবাজার থানার শ্রীরামপুর সিলেট- জকিগঞ্জ সড়কে। এ দুর্ঘটনায় একজন মহিলা এবং অপর দুর্ঘটনাটি ঘটেছে জকিগঞ্জে। এ দুর্ঘটনায় একজন টমটম চালক নিহত হন। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। দুটি দুর্ঘটনাই ঘটেছে গতকাল বুধবার দুপুরের দিকে।

দুপুর সাড়ে ১২টার দিকে মোগলাবাজার থানার শ্রীরামপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঝর্না বেগম (৩৫) নামে এক নারী।

তিনি দক্ষিণ সুরমা থানার সিলাম আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। প্রাইভেটকারে তার স্বামী এবং সন্তানরাও ছিলেন। দুর্ঘটনায় তারা আহত হলেও জুনেদের অবস্থা গুরুতর।

স্থানীয়দের সহযোগীতায় তাদের সবাইকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মোগলাবাজার থানা পুলিশ।