ঝিনাইদহ সংবাদদাতা : রাজধানীর পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের আবু সামা এবং পিরোজপুরের তেলিখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জাহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির খিলগাঁও জোনাল টিমের পরিদর্শক আলমগীর হোসেন।
আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও মামলার মূল নথি না থাকায় শুনানি হয়নি। পরে বিচারক আবু সামা ও জাহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।