এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নোয়াখালীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম বলেছেন, জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি, জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে না দিলে আমরা প্রয়োজনে আবারো রাজপথে জনগণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এটিম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নোয়াখালীতে জামায়াতে ইসলামীর আয়োজিত স্মরণকালের বৃহত্তম বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে তিনি একথা বলেন।
জনাব মা’ছুম বলেন, বিশ্বের জনগণ এটা জানে, আজ থেকে ১৩ বছর আগে স্বৈরাচারী হাসিনার অন্যায়, জুলুম, নির্যাতনের প্রতিবাদ করার কারণে এটিএম আজহারুল ইসলামকে কারাগারে যেতে হয়েছে। একটি জালেম স্বৈরাচারী সরকারের কাছে এর চেয়ে বেশি কিছু আমরা আশা করি নাই। ৫ আগস্টের পরে এখন কি জালেমের কারাগার অব্যাহত থাকবে? স্বৈরাচারের কারাগার কি অব্যাহত থাকবে? মজলুম কি মুক্তি পাবে না? ছয় মাস চলে গিয়েছে এখনো এটিএম আজহারুল ইসলামকে এই সরকার মুক্তি দেয়নি। কেন দেয়নি এটা আমাদের প্রশ্ন। কোন কারণে তার মুক্তি ঠেকিয়ে রাখা হয়েছে? বাংলাদেশ সর্বস্তরের মানুষ তা জানতে চায়।