বাংলাদেশ টেলিভিশনের সিগনেচার প্রোগ্রাম “নতুন কুঁড়ি-২০২৫” এর সফল আয়োজনকে ঘিরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর আবারও আয়োজন করা হচ্ছে এ প্রতিযোগিতা, যেখানে গাজীপুর থেকে সর্বাধিক প্রতিযোগী অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিসি), মোঃ সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, মোঃ আল মামুন তালুকদার, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ শায়লা ফারজানা, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সাহিন আক্তার, জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন, জেলা কালচারাল অফিসার মোসাঃ শাহেলা খাতুন, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শাহানাজ পারভীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসলাম উদ্দিন, এবং দৈনিক খবর বাংলাদেশের গাজীপুর প্রতিনিধি মোঃ রেজাউল করিম মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, গাজীপুর থেকে বেশি সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ নিশ্চিত করতে স্কুল-কলেজ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং স্থানীয় পর্যায়ে কার্যকর প্রচারণা চালাতে হবে। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা চালানোর আশ্বাস দেন।
প্রতিযোগিতার বিভাগ ও শাখা:
এ বছর প্রতিযোগীরা সর্বোচ্চ তিনটি বিষয়ে আবেদন করতে পারবে—অভিনয় বিভাগ (অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক), নৃত্য বিভাগ (সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য), সঙ্গীত বিভাগ (দেশাত্মবোধক, আধুনিক, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, লোকসঙ্গীত, হামদ-না’ত)। বয়সসীমা: ‘ক’ শাখা ৬ থেকে ১১ বছর (ছেলে-মেয়ে উভয়), ‘খ’ শাখা ১১ থেকে ১৫ বছর (ছেলে-মেয়ে উভয়)।
আবেদনের সময়সীমা:
১৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
বিটিভির ওয়েবসাইট www.btv.gov.bd এর “নতুন কুঁড়ি ব্লক”-এ গিয়ে Google Form পূরণ করে অনলাইনে বিনামূল্যে আবেদন করা যাবে। এছাড়া ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ই-মেইল ([email protected]), ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে—“নতুন কুঁড়ি, বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা-১২১৯” ঠিকানায়। আবেদনপত্রের সাথে প্রতিযোগীর জন্মসনদ, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি এবং পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
মতবিনিময় সভায় বক্তারা আশা প্রকাশ করেন, গাজীপুর থেকেই নতুন প্রতিভাবান কণ্ঠ, শিল্পী ও সংস্কৃতির দূত উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করবে।