জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের দ্বিতীয় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ। গত ২৬ ফেব্রুয়ারি রাতে অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে কারখানা কর্তৃপক্ষ। কারখানার প্রশাসন জিএম দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সার কারখানা সূত্রে জানা যায়, ২০২৪ সালে ঘোড়াশাল-পালশা ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিতে সার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেয় বিসি আইসি। এ জন্য সেখানে পর্যাপ্ত গ্যস সরবরাহ নিশ্চিত করতে যমুনা সারকারখানায় গত বছরের ১৫ জানুয়ারি থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এর পর থেকেই ১৩ মাস ২৩ দিন কারখানায় উৎপাদন বন্ধ থাকার পর ২৩ ফেব্রুয়ারি বিকেলে গ্যাস সংকটের দায় দিয়ে ৬০ ভাগ হারে উৎপাদন শুরু হলেও ৪ দিন যেতে না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হলো।