দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাটচর-মানিকারচর রুটে রাত আটটা বাজলেই শুরু হয় পরিবহন খাতের এক ‘অঘোষিত জিম্মি দশা’। বাস ও সিএনজি-অটোরিকশা চালকদের মধ্যকার কথিত সমঝোতার কারণে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, শ্রমিক, নারী ও বৃদ্ধসহ কয়েক লক্ষ মানুষ। স্থানীয়দের অভিযোগ, মেঘনা উপজেলার প্রবেশদ্বার ভাটচর নতুন রাস্তা থেকে ঢাকাগামী ‘মেঘনা রূপান্তর’ বাস সার্ভিস নিয়মিত যাত্রী তুলতে অনীহা দেখাচ্ছে। অন্যদিকে, বাসের অপেক্ষায় থাকা যাত্রীদের সুযোগ নিয়ে সিএনজি ও অটোরিকশা চালকরা শুরু করেন টালবাহানা। যাত্রী কম থাকার অজুহাতে সিএনজিগুলো ঘণ্টার পর ঘণ্টা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে।রাত বাড়ার সাথে সাথে নিরূপায় যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করা হয়।স্থানীয়দের মতে, বাসে যাত্রী না তুলে সিএনজি নির্ভরতা বাড়ানো এবং পরে বাড়তি ভাড়া আদায়ের উদ্দেশ্যেই বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে এই অশুভ আঁতাত তৈরি হয়েছে। ভোগান্তির শিকার সরকারি এক কর্মকর্তা জানান, এমনকি প্রশাসনের লোকজনও এই হয়রানি থেকে বাদ যাচ্ছেন না। তিনি আক্ষেপ করে বলেন, “আমাদেরও তো একটা জীবন আছে।” বিশেষ করে নারী ও অসুস্থ যাত্রীরা মাঝরাতে স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে নিরাপত্তাহীনতায় ভোগেন।কুমিল্লা জজ কোর্টের আইনজীবী আবির হাসান সোহেল জানান, পরিবহন আইন অনুযায়ী কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি ভাড়া আদায় বা নির্দিষ্ট যানবাহনে উঠতে বাধ্য করা দ-নীয় অপরাধ। এ বিষয়ে সিএনজি চালকদের দাবি, পর্যাপ্ত যাত্রী (৫ জন) না হলে গাড়ি ছাড়লে তাদের লোকসান হয়। তবে সমাধান হিসেবে স্থানীয়রা নির্দিষ্ট সময় পর পর (২০ মিনিট) গাড়ি ছাড়ার নিয়ম করার দাবি জানিয়েছেন।মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, তিনি বাস কর্তৃপক্ষ ও সিএনজি মালিক সমিতির সঙ্গে বসে দ্রুত সমাধানের ব্যবস্থা নেবেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বলেন, “কৃত্রিম সংকট সৃষ্টি করা বেআইনি। অনিয়ম প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।” ভাটেরচর নতুন রাস্তা থেকে বাসে যাত্রী ওঠা বাধ্যতামূলক করা। যাত্রী পূর্ণ হোক বা না হোক, ২০ মিনিট অন্তর সিএনজি ছাড়ার নিয়ম কার্যকর করা। রাতের জন্য নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো এবং মোবাইল কোর্ট পরিচালনা করা।
গ্রাম-গঞ্জ-শহর
মেঘনায় পরিবহন সিন্ডিকেটের ‘রাতের ফাঁদ’ জিম্মি লক্ষাধিক যাত্রী
কুমিল্লার মেঘনা উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাটচর-মানিকারচর রুটে রাত আটটা বাজলেই শুরু হয় পরিবহন খাতের এক ‘অঘোষিত জিম্মি দশা’।